অর্ধকোটি টাকার হেরোইনসহ নারী আটক

রাজশাহী-ঢাকার মধ্যে চলাচলকারী আন্তঃনগর ধুমকেতু এক্সপ্রেস ট্রেন থেকে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে নিরাপত্তাবাহিনীর কমান্ডেন্ট জহিরুল ইসলামের নেতৃত্বে সুফিয়া বেগম ফুদন (৫০) নামে এক যাত্রীকে পাঁচশ গ্রাম হেরোইনসহ আটক করা হয়েছে। আটককৃত হেরোইনের মূল্য প্রায় ৫০ লাখ টাকা।

কমান্ডেন্ট জহিরুল ইসলাম জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার আমনুরা গ্রামের মৃত মোয়াজ্জেম আলীর স্ত্রী সুফিয়া বেগম ফুদন দীর্ঘদিন থেকে হেরোইন ব্যবসার গড ফাদারদের হেরোইনের বড় বড় চালান নিয়ে ঢাকায় পৌঁছে দিত। বিনিময়ে চালান প্রতি সে পাঁচ হাজার করে টাকা পেত। একইভাবে সে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের পাঁচশ গ্রাম হেরোইন নিয়ে বৃহস্পতিবার রাতে রাজশাহী থেকে আন্তঃনগর ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে চড়ে ঈশ্বরদী হয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।

গোপন তথ্যের ভিত্তিতে ট্রেনটি কমলাপুর স্টেশনে পৌঁছার পর রেলওয়ে মহিলা পুলিশের মাধ্যমে সুফিয়া বেগম ফুদনের দেহ তল্লাশি করে হেরোইনসহ তাকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে ফুদন জানায়, টাকা আয়ের জন্য সে দীর্ঘদিন থেকে হেরোইনসহ বিভিন্ন মাদক ব্যবসার গড ফাদারদের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী অঞ্চল থেকে বিভিন্ন ট্রেন ও বাসে করে ঢাকায় পৌঁছে দেয়ার কাজ করে আসছিল।

শেয়ার করুন