প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
স্কেল ও চাঁদাবাজি বন্ধ না হলে পণ্যবাহী গাড়ি বন্ধের হুমকি

চট্টগ্রাম : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় দারোগাহাটে পণ্যবাহী গাড়ির ওজন স্কেলে হয়রানি ও চাঁদাবাজীতে অতিষ্ঠ পরিবহণ মালিক। শীঘ্রই এসব বন্ধ করা না হলে পণ্যবাহী গাড়ি চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে আন্তঃজেলা মালামাল পরিবহন সংস্থা ও কাভার্ডভ্যান মালিক সমিতি এবং চট্টগ্রাম ট্রান্সপোর্ট ব্যবসায়ী মালিক সমিতি। তবে কোন সময় থেকে বন্ধ থাকবে এমন দিনক্ষণ ঘোষণা করা হয়নি।

বুধবার (২৩ মে) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে স্কেলের ওজন মাপার নামে পণ্য বোঝাই পরিবহনের হয়রানি, অবৈধ পরিবহন মালিক সমিতির নামে গণহারে চাঁদাবাজি ও যানজট নিরসনের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ হুমকি দেয়া হয়।

যমুনা সেতুর মতো সেনাবাহিনী নিয়ন্ত্রিত স্কেল বসানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়া দেশের অন্য কোথাও এমন সর্বনাশা স্কেল পদ্ধতি নেই। এ স্কেলটি দেশের পরিবহন বিভাগ ও জনগণের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। চট্টগ্রামের পরিবহন বিভাগকে হয়রানি ও চট্টগ্রাম বন্দরকে ধ্বংসের জন্য এ স্কেল বসানো হয়েছে। স্কেলের কারণে প্রতিদিন মাইলের পর মাইল ম্যারাথন যানজট সৃষ্টি হচ্ছে।

তিনি বলেন, যানজটের কারণে একদিকে বন্দরে মালামাল খালাসের ওপর প্রভাব পড়ছে অন্যদিকে ঘণ্টার পর ঘণ্টা গাড়ি আটকে থাকায় প্রচুর জ্বালানি তেল অপচয় হচ্ছে। এসময় সড়কে চুরি-ডাকাতি বাড়ছে।

বন্দরের টোল রোডে প্রতিদিন ১০ হাজার পণ্য বোঝাই গাড়ি থেকে ৫ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ করে তিনি বলেন, এ টাকার একটি অংশ কিছু অসাধু পুলিশ কর্মকর্তা ও সুবিধাভোগী নেতাদের পকেটে যায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যৌথ সমিতির সদস্য সচিব দ্বীন মোহাম্মদ, সদস্য মো. আজিজুল হক, মনির আহমদ, মো. ফরিদ উদ্দিন, মোহাম্মদ সেলিম রেজা, সালেহ আহমদ, কামাল উদ্দিন প্রমুখ।

দ্বীন মোহাম্মদ বলেন, দারোগাহাটে যে গাড়িতে ২২ টনের বেশি ওজন বলে হয়রানি করা হয় দাউদকান্দির স্কেলে সেটিতে ওজন কম দেখায়। আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ও যানজট নিরসনের দাবিতে সংবাদ সম্মেলন করছি। আমাদের গাড়ি যদি চালাতে না পারি তবে পণ্যবাহী গাড়ি বন্ধ করে দেব। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।

শেয়ার করুন