

চট্টগ্রাম : ‘ইন্ডিয়ান চ্যানেল জি বাংলা, স্টার জলসার মতো সিরিয়াল দেখে অথচ বাউল শিল্পী ফেরদৌসী বেগমের গান চললে তা দেখে না। আমাদের ছেলে-মেয়েরা পিজ্জা-বার্গার যেভাবে চেনে বাঙালির ঐতিহ্যগত পিঠা-পুলি ততটা চেনে না। কারণ পরিবার তাদের সন্তানদের বাংলা সংস্কৃতির চেয়ে বিদেশি সংস্কৃতি শেখা বেশি পছন্দ করে।’
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) নগরীর ডিসি হিলে অবসর সাংস্কৃতিক গোষ্ঠী চট্টগ্রাম আয়োজিত দশম বাঙালি সংস্কৃতি মেলার দ্বিতীয় দিনে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান এসব কথা বলেন।
বাংলা সংস্কৃতিতে বিদেশিদের প্রভাবের পেছনে পরিবারকে দায়ী করে ইউজিসির চেয়ারম্যার অধ্যাপক আব্দুল মান্নান বলেছেন, আমাদের সন্তানরা বাঙালি সংস্কৃতি শিখবে পরিবার থেকে। কিন্তু আমাদের পরিবার কী করে? বরং বিদেশি সংস্কৃতিকে লালন করে। ইন্ডিয়ান চ্যানেল জি বাংলা, স্টার জলসার মতো সিরিয়াল দেখে অথচ বাউল শিল্পী ফেরদৌসী বেগমের গান চললে তা দেখে না। এই জন্য বাঙালি সংস্কৃতি রক্ষায় পরিবারকেই দায়িত্ব নিতে হবে।’
অনুষ্ঠানে মো. সঞ্জিত আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজ ও সংস্কৃতির সুহৃদ লায়ন প্রফুল্ল রঞ্জন সিংহ। আলোচক ছিলেন অধ্যাপক ফেরদৌস আরা অালীম, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসিনা জাকারিয়া বেলা ও স্বাগত বক্তব্য দেন বাঙালি সংস্কৃতি মেলা পরিষদের যুগ্ম মহাসচিব মো. রফিকুল ইসলাম চৌধুরী।
বাঙালি সংস্কৃতি মেলা শেষ হবে শনিবার (১১ ফেব্রুয়ারি)। দ্বিতীয় দিনে সকাল ১০টায় শুরু হয় পিঠা উৎসব, বিকেল সাড়ে তিনটায় মঞ্চায়ন হয় মুক্তিযুদ্ধভিত্তিক নাটক। এ ছাড়া বিকেল সাড়ে ৫টায় শিল্পী আব্দুল গফুর হালীর স্মৃতিপদক ও সংগঠন সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়।