চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও একজন আহত হয়েছেন। শুক্রবার (২৫ মে) সকাল ৬টার দিকে উপজেলার গোলআহম্মদ জুট মিলস্ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ি ও স্থানীয় সূত্রে জানা গেছে, দাঁড়ানো একটি ট্রাককে পেছন থেকে একটি মালাবাহী পিকআপ ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান পিকআপচালক মো. খোকন (৩৫) ও যাত্রী আরিফুল ইসলাম (৪০)।
পিকআপের সহকারীকে অজ্ঞাত (২৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
নিহত খোকন খুলনা জেলার রায়েরমন এলাকার রোস্তম পালোয়ানের ছেলে। আর নিহত আরিফুল ইসলামের গ্রামের বাড়ি রাউজান বলে জানা গেছে।
কুমিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদ আলম জানান, আমরা লাশ দুটি উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছি এবং গাড়ি দুটি পুলিশ হেফাজতে আছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত