ফেসবুক সিইও হতে চান হিলারি ক্লিনটন

তিনি হিলানী ক্লিনটন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি ও ঝানু রাজনীতিবিদ। ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তিনিই ছিলেন ডেমোক্র্যাট প্রার্থী। অথচ সেই হিলারিই এবার রাজনীতি ছেড়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের সিইও হতে চাইছেন। তিনি নিজেই এ কথা জানিয়েছেন।

ম্যাচাচুসেটস রাজ্যের ডেমোক্র্যাট ও অ্যাটর্নি জেনারেল মাউরা হিলি প্রশ্ন করেছিলেন, কোন সংস্থার সিইও হতে চাইবেন?

জবাবে হিলারি বলেছেন, ‘ফেসবুক। এটা বিশ্বের সবচেয়ে বড় খবরের মাধ্যম। আমাদের দেশের বেশিরভাগ মানুষই ফেসবুকের মাধ্যমে খবর দেখেন। সেই খবর সত্যি হোক বা মিথ্যে।’

কেমব্রিজ অ্যানালিটিকা বিতর্কের জেরে ফেসবুকের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে বিশ্বজুড়ে ৮৭ মিলিয়ন ফেসবুক ব্যবহারকারীর তথ্য ফাঁস করে দেওয়ার অভিযোগ উঠেছে। ফেসবুক এখন ফের মানুষের আস্থা অর্জনের চেষ্টা করছে। এই পরিস্থিতিতে হিলারির এই মন্তব্য নতুন করে ভাবাচ্ছে বিশ্লেষকেদের।

শেয়ার করুন