চট্টগ্রামের পাহাড়ে ভিন্নাঘাস পাইলট প্রকল্প উদ্বোধন করলেন থাই রাজকন্যা

চট্টগ্রাম : পাহাড় ক্ষয় রোধে দেশে প্রথমবারের মতো বিন্নাঘাস (ভেটিভার) প্রকল্প বা ভেটিভার গ্রাস ডেভেলপমেন্ট সেন্টারের উদ্বোধন করলেন থাইল্যান্ডের রাজকন্যা সাইপাট্টানা ফাউন্ডেশনের মহাচক্রী সিরিনধরন। এ সময় থাই রাজকন্যা নগরের বাটালি হিলের মিঠা পাহাড়ের পাদদেশে বিন্নাঘাসও রোপণ করেন।

বুধবার (৩০ মে) সকালে বিন্নাঘাসের এ পাইলট প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এ সময় বন ও পরিবেশমন্ত্রী ব্যরিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সরকার ও থাইল্যান্ডের যৌথ উদ্যোগে এ পাইলট প্রকল্প বাস্তবায়ন করবে চসিক ও থাইল্যান্ডের সাইপাতানা ফাউন্ডেশন।

শেয়ার করুন