গাজীপুর : শ্রীপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়েছে বন দখলকারীরা। এ ঘটনায় দৈনিক নবচেতনা পত্রিকার শ্রীপুর প্রতিনিধি এস এম তানজিদ আশরাফ বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযুক্তরা হলেন উপজেলার মাওনা ইউনিয়নের শিমলাপাড়া গ্রামের শামসুল হকের ছেলে শাহজাহান ও আন্তাজ আলীর ছেলে আবু সায়েম সিকদার।
তানজিদ আশরাফ জানান, অভিযুক্তরা বন বিভাগের কয়েক বিঘা জমি দখল করেছেন। তিনি তথ্য সংগ্রহ করতে গেলে প্রাণনাশ ও মিথ্যা মামলার হুমকি দেওয়া হয়। এ ছাড়া ২৯ মে মঙ্গলবার সন্ধ্যায় শিমলাপাড়া বাজারের মসজিদ মার্কেটের সামনে তার বড়
ভাই আতাউর রহমানকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
শিমলাপাড়া বিট কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বনের জমি দখল করে রেখেছেন। শ্রীপুর থানার ওসি আসাদুজ্জামান জানান, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত