কক্সবাজারে ৫ লাখ ইয়াবা উদ্ধার, রোহিঙ্গাসহ ৯জন আটক

শনিবার সকালে পাঁচ লাখ ইয়াবাসহ ৯ জনকে আটক করে র‌্যাব। ছবি সংগৃহীত

কক্সবাজার : বঙ্গোপসাগরের কক্সবাজার চ্যানেলে অভিযান চালিয়ে পাঁচ লাখ ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় পাঁচ রোহিঙ্গাসহ ৯ জনকে আটক করেছে র‌্যাব-৭। পরে আটকদের স্বীকারোক্তি অনুযায়ী ইয়াবাগুলোর মূল মালিক সুলতান আহমদকেও আটক করা হয়।

শনিবার (১১ ফেব্রুয়ারী) ভোরে বঙ্গোপসাগরের কক্সবাজার চ্যানেলে অভিযান চালিয়ে সাড়ে চার লাখ পিস ইয়াবা উদ্ধারের পর আটক ব্যক্তিদের স্বীকারোক্তি অনুযায়ী কক্সবাজারের দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকার আবু বকরের ছেলে সুলতান আহমেদকে আরও ৫০ হাজার ইয়াবাসহ আটক কর করা হয়। র‌্যাব-৭ এর এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। আটককৃতরা জানিয়েছেন ইয়াবাগুলোর প্রকৃত মালিক সুলতান আহমেদ।

শনিবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্প পরিচালক মেজর রুহুল আমিন বলেন, মাছ ব্যবসায়ী নামধারী কয়েকজন সাগরে মাছ ধরার ট্রলারে করে মিয়ানমার থেকে ইয়াবার চালান বঙ্গোপসাগরের কক্সবাজার চ্যানেল দিয়ে পাচার করছে-এমন সংবাদ পেয়ে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহযোগিতায় র‌্যাবের একটি দল ভোরে অভিযানে নামে।

তিনি জানান, অভিযান চলাকালে এফবি জানিবা খালেদা-১ নামের একটি ট্রলারকে থামার সংকেত দিলে তারা পালাতে চেষ্টা করে। পরে ধাওয়া করে ট্রলারটি আটক করা হয়। ট্রলারে তল্লাশি চালিয়ে মাছ রাখার কোল্ড স্টোরেজে পলিথিনে মোড়ানো একটি বস্তার ভেতরে সাড়ে চার লাখ পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় ট্রলারে থাকা পাঁচ রোহিঙ্গাসহ আট জনকে আটক করা হয়।

মেজর রুহুল আমিন জানান, পরে আটক আটজনের স্বীকারোক্তি অনুযায়ী কক্সবাজারের দক্ষিণ রুমালিয়ারছড়ায় র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে ইয়াবার প্রকৃত মালিক সুলতান আহমেদকে আটক করে। এ সময় তার বাড়িতে আরও ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। সুলতান আহমেদ ওই এলাকার আবু বকরের ছেলে।

শেয়ার করুন