জেলা আইনজীবী সমিতি
আওয়ামীপন্থীদের হাতে সাধারণ সম্পাদক বীরু লাঞ্ছিত

আদালত ভবন। ফাইল ছবি

চট্টগ্রাম : আগামীকাল (রোববার) জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এস এম জাহেদ বীরুকে লাঞ্ছিত করেছে আওয়ামী লীগপন্থী একদল আইনজীবী। আইনজীবী সমিতির নতুন নির্মিত কয়েকটি ভবনের পার্কিং স্পেস গোপনে বরাদ্দ দেয়ার অভিযোগ এনে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা চড়াও হন সাধারণ সম্পাদকের উপর।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এই ঘটনা ঘটেছে। রোববার (১২ ফেব্রুয়ারি) জেলা আইনজীবী সমিতির নির্বাচনের সময় নির্ধারিত আছে। একদিন আগে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদের নেতাদের এই ঘটনা নিয়ে আদালত পাড়ায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।

সার্বিক পরিস্থিতিতে বিকেলে জরুরি বৈঠক ডেকেছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী। কার্যালয়ে ঢুকে সাধারণ সম্পাদককে লাঞ্চিত করার ঘটনায় সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবুল হক নেতৃত্ব দিয়েছেন বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন কফিল উদ্দিন।

আদালত ভবন। ফাইল ছবি

এ সম্পর্কে বীরু জানিয়েছেন, অ্যাডভোকেট মুজিবুল হক ও প্রতীক কুমার দেব ছাড়াও ২০-৩০ জন সমন্বয় পরিষদের নেতা তার উপর চড়াও হন। তাকে অশ্রাব্য ভাষায় গালাগালসহ শারিরীকভাবে নাজেহাল করেন।

‘তাদের অভিযোগ, আমরা নাকি নতুন ভবনের ২৬টি পাকিং স্পেস গোপনে লটারি ছাড়া বরাদ্দ দিয়ে দিচ্ছি। অথচ আমরা পার্কিং স্পেস বরাদ্দের জন্য কোন লটারির আয়োজন করিনি। তারা আরও অভিযোগ করেন, আমরা সভাপতি-সাধারণ সম্পাদক মিলে নাকি গোপনে পার্কিং স্পেসের বরাদ্দ নিয়ে নিচ্ছি। অথচ আমরা পার্কিং স্পেসের জন্য কোন আবেদনও করিনি। তারপরও তারা আমার সঙ্গে খারাপ আচরণ করেন।’ বলেন বীরু।

শেয়ার করুন