চট্টগ্রাম : আনোয়ারায় এক ইয়াবা বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শুক্রবার (১ জুন) উপজেলার মধ্যম বারখাইন এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। আটক মোহাম্মদ ইলিয়াছ (৩৫) ওই গ্রামের মোহাম্মদ সোলাইমানের পুত্র বলে জানা গেছে।
থানা সূত্র জানায়, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের এসআই হাফিজ উদ্দিন ও এএসআই রেজাউল করিমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ১৭০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এসব ইয়াবার আনুমানিক মূল্য ৫১ হাজার টাকা।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান,আটক ইয়াবা বিক্রেতাকে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত