[caption id="attachment_2485" align="alignleft" width="300"]
নিহত ইয়াসির (ফাইল ছবি)[/caption]
নগরীর কোতয়ালি থানার রিয়াজউদ্দিন বাজার এলাকায় দু’পক্ষের মারামারিতে ইয়াসির (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় আরও এক যুবক আহত হয়েছেন। শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে এই ঘটনা ঘটেছে।
নগর পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসেন জানিয়েছেন, নিহত ইয়াসির সরকারি সিটি কলেজের শিক্ষার্থী এবং ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
তিনি জানান, ছাত্রলীগের দুই পক্ষের মারামারিতে গুরুতর আহত ইয়াসিরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অপর যুবক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত