চকরিয়া ও লামার শীর্ষ সন্ত্রাসী, ভূমিদস্যু ও ইয়াবা ব্যবসায়ী শাহজাহান বাহিনীর দু’গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় বাহিনীর প্রধান শাহজাহান নিহত হয়েছে। নিহত ব্যক্তি চকরিয়া উপজেলার মধ্যম বরইতলী বানিয়ার ছড়া এলাকার মৃত ফরিদুল আলমের ছেলে।
শনিবার (২ জুন) রাত দেড়টায় সন্ত্রাসীদের দু'গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে শাহজাহান বাহিনী প্রধান শাহজাহানের মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় ৪'শ ইয়াবা, দেশীয় তৈরি ১টি বন্দুক ও ২ টি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
নিহতের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি, পুলিশের উপর হামলা ও বন মামলাসহ ১২টিরও অধিক মামলা রয়েছে বলে চকরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানিয়েছেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত