
শংকর চৌধুরী : মেয়াদ উত্তীর্ণ হওয়ার প্রায় আট বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল এর স্বাক্ষরে। মাহবুব আলম সবুজকে সভাপতি ও ইব্রাহিম খলিলকে সাধারণ সম্পাদক করে খাগড়াছড়ি জেলা যুবদলের সুপার ফাইভ কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে নাছির উদ্দিন সিকদার সিনিয়র সহ-সভাপতি, কমল বিকাশ ত্রিপুরা যুগ্ন সাধারণ সম্পাদক ও মো. ওয়াহিদুর রহমান ওয়াসিমকে সাংগঠনিক সম্পাদক করে পাঁচ সদস্যের এই কমিটির অনুমোদক দেওয়া হয়।
উল্লেখ্য, ২০০৬ সালের ২৮ জুন সম্মেলনের মাধ্যমে সর্বশেষ খাগড়াছড়ি জেলা যুবদলের কমিটি হয়েছিল। গঠনতন্ত্র অনুযায়ী এই কমিটির মেয়াদ গত ২০১০ সালের ২৮ জুন শেষ। মেয়াদ শেষ হওয়ার আগেই ১/১১-এর জরুরী সরকারের আমল থেকে ঐ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক রাজনীতিতে নিষ্ক্রীয় হয়ে পড়ে।
পরবর্তীতে ২০১০ সালের ১৪ অক্টোবর অনুষ্ঠিত জেলা, উপজেলা ও পৌর যুবদলের যৌথ সভায় সাবেক কমিটির নেতৃত্বের বিরুদ্ধে অনাস্থা দিয়ে ও কাউন্সিলের মাধ্যমে জেলা যুবদলের নতুন কমিটি গঠন করে তা কেন্দ্রের অনুমোদনের জন্য প্রেরণ করা হয়। সে থেকে নতুন কমিটির নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা দলের প্রতিটি কর্মসূচীতে সক্রিয়ভাবে অংশ করে আসছে। কিন্তু কেন্দ্রীয় যুবদল দীর্ঘ দিন ধরে খাগড়াছড়ি জেলা যুবদলের কমিটি অনুমোদন না দিয়ে ঝুলিয়ে রাখে।
সদ্য অনুমোদন প্রাপ্ত নতুন কমিটির সভাপতি মাহবুব আলম সবুজ জানান, শুক্রবার ১জুন রাতে অনুমোদিত এই পাঁচ সদস্যের কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রে জমা দিতে বলা হয়েছে। নতুন কমিটির সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, দীর্ঘদির পর কমিটির অনুমোদন হলেও যুবদলের সকল নেতাকর্মীদের মাঝে দলের প্রতি উদ্দীপনা আরো বেড়েছে। জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে আগামীতে এই যুবদলের নেতৃত্বেই খাগড়াছড়ি থেকে আন্দোলন শুরু করা হবে। যে কোন মূল্যে নেত্রীকে মুক্ত করে আনতে যুবদলের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ আছে বলেও জানান তিনি।