
চকরিয়ায় প্রতারণা মামলার আসামি দুইভাইকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১ জুন) রাতে থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কোনাখালী থেকে তাদেরকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন কোনাখালী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের কবির আহমদের ছেলে কামাল উদ্দীন ও জসিম উদ্দীন।
অভিযানের সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার এএসআই আকবর মিয়া সিকদার বলেন, দুই অভিযুক্ত দুই ভাইয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে ২০১৭ সালে চকরিয়া থানায় একটি মামলা (নং ৮৫৪/১৭) দায়ের করা হয়। এরপর থেকে পুলিশের গ্রেফতার এড়াতে দুই ভাই আত্মগোপনে ছিলেন।
তিনি বলেন, শুক্রবার রাতে তাঁরা এলাকায় অবস্থান করার বিষয়টি গোপনে জানতে পারেন থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী। পরে ওসির নির্দেশে রাতে কোনাখালী ইউনিয়নে অভিযান চালিয়ে দুইভাইকে গ্রেফতার করতে সক্ষম হই। গতকাল শনিবার দুইভাইকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত