রেড ক্রিসেন্টের ২ দিনব্যাপী চিকিৎসা প্রশিক্ষণ

উদ্বোধনীতে মঞ্চে অতিথিরা

মৌলিক ও প্রাথমিক চিকিৎসা নিয়ে রাঙ্গামাটিতে দু’দিনব্যাপী এক প্রশিক্ষণের আয়োজন করেছে রেড ক্রিসেন্টের জেলা ইউনিট। শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে যুব রেড ক্রিসেন্ট সহ-শিক্ষা কার্যক্রমের আওতায় রাঙ্গামাটি রেড ক্রিসেন্ট ইউনিট ভবনে আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পৌরসভা মেয়র আকবর হোসেন চৌধুরী।

রেড ক্রিসেন্টের জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম চৌধূরী ভূট্টোর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ইউনিট কর্মকর্তা আজরু উদ্দিন সাফ্দার। এছড়া বক্তব্য রাখেন, রাঙ্গামাটি ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্য মো. জসিম উদ্দিন, সহকারী প্রকল্প কর্মকর্তা শাহ্ রাজিউর রহমান রাজু, যুবপ্রধান সোহানা ফেরদৌস ও উপ-যুবপ্রধান রানা দে প্রমুখ। প্রশিক্ষণে জেলা ইউনিটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫ জন যুব স্বেচ্ছাসেবক অংশ নিচ্ছেন।

অনুষ্ঠানে উল্লেখ করে বলা হয়, রাঙামাটি জেলার অধিক ঝুকিপূর্ণ কমিউনিটিতে দুর্যোগজনিত বিরুপ প্রতিক্রিয়া মোকাবেলায় সক্ষমতা অর্জনের লক্ষ্যে নানামুখী কর্মসূচি ও শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে সহ-শিক্ষ কার্যক্রম পরিচালনা করে আসছে রেড ক্রিসেন্টের এ জেলা ইউনিট। তার অংশে কমিউনিটি ও শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে বিভিন্ন দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রাথমিক চিকিৎসা সেবা স¤প্রসারণের জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা।

রাঙ্গামাটির পৌরসভা মেয়র আকবর হোসেন চৌধূরী বলেন, রাঙ্গামাটি রেড ক্রিসেন্ট ইউনিট একটি কর্মক্ষম ইউনিট। বিগত সময়ে বন্যা ও বিভিন্ন অগ্নিকান্ডে এই ইউনিটের স্বেচ্ছাসেবকেরা ক্ষতিগ্রস্থ পরিবারদের সেবায় মানবিক দায়িত্ব নিয়ে কাজ করেছেন। জেলার প্রতিটি উপজেলায় শীতার্ত মানুষের সহায়তায় শীতবস্ত্র বিতরণ করেছে। যে কোনো দুর্যোগে রাঙ্গামাটি রেড ক্রিসেন্ট তাৎক্ষনিক ত্রাণ সহায়তা দিয়ে এসেছে।

শেয়ার করুন