হাটহাজারী মডেল থানার সেই পুলিশ পরিদর্শক বদলি!

ভূমিদস্যু ও সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয়দাতা এবং নানা ঘটনায় আলোচিত-সমালোচিত হাটহাজারী মডেল থানার সেই পুলিশ পরিদর্শক (অপারেশন) শরিফুল ইসলামকে চট্টগ্রামের বাঁশখালি থানায় বদলি করা হয়েছে। এছাড়া একই থানার আরেক পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মুজিবুর রহমান ও উপ-পরিদর্শক স্বপন কুমার সরকার এবং সহকারী উপ-পরিদর্শক মো. রাশেদকে চট্টগ্রাম পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে বলে থানা পুলিশ সূত্র নিশ্চিত করেছে।

প্রসঙ্গত, গত ২ ফেব্রয়ারী (বৃহস্পতিবার) বিকাল সাড়ে ৪টায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে হাটহাজারী উপজেলাধীন ১নং সিটি কর্পোরেশন দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডস্থ ফতেয়াবাদ এলাকার পশ্চিমে সদ্বীপ কলোনীর চিহ্নিত মাদকসম্রাট, ভূমিদস্যু এবং সন্ত্রাসীদের আশ্রয়দাতা হাটহাজারী মডেল থানার পরিদর্শক (অপারেশন) শরিফুল ইসলামকে ৪৮ ঘন্টার মধ্যে অপসারণের দাবীতে মানববন্ধন করেছিল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সহ এলাকার সর্বস্তরের জনসাধারণ।

এদিকে পুলিশ পরিদর্শক (অপারেশন) শরিফুল ইসলাম এর বদলির খবরে উপজেলাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। এছাড়া পুলিশ পরিদর্শক শরিফুল ইসলামকে বদলি করায় সংশ্লিষ্ট প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য ও ১নং সিটি কর্পোরেশন দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কমিশনার মো. জাফর গণমাধ্যমকর্মীদের বলেন, ওসি (অপারেশন) শরিফুল ইসলাম ও তার অনুসারীদের বদলির খবরে মানুষ যেন হাফ ছেড়ে বেঁচেছে। নির্যাতিত মানুষগুলো স্বস্তির নিশ্বাস ফেলেছে।

তবে বিষয়টির সত্যতা জানতে চাইলে পুলিশ পরিদর্শক (অপারেশন) শরিফুল ইসলাম বদলির কথা স্বীকার করে বলেন, আমি হাটহাজারী থানায় কর্মরত থাকাকালীন সময়ে কোন অপরাধমূলক কাজ নিজেকে জড়াইনি এবং কোন অপরাধীকে আশ্রয়-প্রশ্রয় দিতে সহযোগিতা করিনি।

শেয়ার করুন