আনোয়ারায় ১৬ হাজার ইয়াবাসহ বিক্রেতার মা আটক

আনোয়ারায় ১৬ হাজার ইয়াবাসহ বিক্রেতার মা আটক
আনোয়ারায় ১৬ হাজার ইয়াবাসহ বিক্রেতার মা আটক

আনোয়ারায় ১৬ হাজার পিস ইয়াবাসহ হাজেরা খাতুন (৫০) নামের এক মহিলাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৫ জুন) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পশ্চিম রায়পুর গ্রামের কালীর বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক ওই মহিলা স্থানীয় মৃত রেহান আলীর স্ত্রী বলে জানা গেছে।

থানা সূত্র জানায়, গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার রাতে থানা পুলিশের এসআই হাফিজ উদ্দিন ও এএসআই রেজাউল করিমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা বিক্রেতা
মো.ইলিয়াছ (৩৫) পালিয়ে যায়। পরে তার মা হাজেরা খাতুনকে পুলিশ আটক করলে ওই মহিলার স্বীকারোক্তি অনুযায়ী ঘরের পাশে গোবরের স্তুপ থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক মূল্য ৪৮ লাখ টাকা। এ ঘটনায় দুজনকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। আটক ওই মহিলাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ।