চট্টগ্রাম : ফটিকছড়িতে স্ত্রীর সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে স্বামী। ইয়াসিন আলী (৩৫) নামের ওই ব্যক্তি পেশায় টমটম চালক। সে ঐ এলাকার খায়ের মোহাম্মদ বাড়ী (প্রকাশ খাইয়ের বাড়ী) সামসুল আলমের পুত্র। বৃহস্পতিবার (৭ জুন) সকালে খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর (দক্ষিণ) ৭ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর সাথে অভিমান করে টমটম চালক গলায় ফাঁস লাগিয়ে অাত্মহত্যা করে।
বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করি এবং ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করি।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত