[caption id="attachment_25253" align="aligncenter" width="691"]
গরীব ও দুস্থদের মাঝে সাংসদ শ্যামলীর ঈদবস্ত্র বিতরণ[/caption]
নাঈম ইসলাম (শেরপুর) : পৌর এলাকার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে তার নিজের অর্থায়নে ঈদবস্ত্র শাড়ী ও লুঙ্গি বিতরণ করেছেন শেরপুরের সংরক্ষিত মহিলা আসনের সাংসদ এ্যাডভোকেট ফতেমাতুজ্জহুরা শ্যামলী।
শনিবার (৯ জুন) সকালে শহরের বটতলাস্থ তার ব্যক্তিগত অফিসে এসব ঈদবস্ত্র বিতরণ করা হয়। এসময় জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এ্যাডভোকেট হরিদাস সাহাসহ শহরের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিন সাংসদ শ্যামলী পৌর এলাকার একটি ওয়ার্ডের অন্তত ৯শ নারী পুরুষের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন।
পর্যাক্রমে পৌরসভাসহ সদর উপজেলার সকল ইউনিয়নে শাড়ী ও লুঙ্গি বিতরণ করবেন বলে আশা করছেন সাংসদ।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত