
খাগড়াছড়িস্থ গোলাবড়ী (বর্তমান সরকারি মহিলা কলেজ এলাকা) নিবাসী কমলছড়ি পাইলট হাইস্কুল’র প্রাক্তন প্রধান শিক্ষক ও খাগড়াছড়ি জেলা বেসরকরি মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক হরিমোহন নাথ গত ৬ই জুন বিকাল ৪টায় হৃদক্রিয়াবন্ধ হয়ে পরলোক গমন করেন।
প্রয়াতের নিজ বাড়িতে শনিবার (১৬ জুন) অন্তুষ্টিক্রিয়ার আয়োজন করা হয়েছে।
ক্রিয়া অনুষ্ঠানে প্রয়াতের শুভানুধায়ী ও আত্মীয় স্বজনদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।