চট্টগ্রাম : চারতলা ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে জান্নাতুল জোহরা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১১ জুন) দুপুরে ১টার দিকে নগরের ইপিজেড থানার নেভী হাসপাতাল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জান্নাতুল গাইবান্ধা হেলার গোবিন্দগঞ্জের জাহেদুল ইসলামের মেয়ে। ছাদে খেলতে গিয়ে ওই দুর্ঘটনার শিকার হয় শিশু জান্নাতুল।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই মো. আলাউদ্দিন তালুকদার বলেন, চারতলা ভবনের ছাদে খেলার সময় এক শিশু নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত