[caption id="attachment_2536" align="alignleft" width="300"] জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত। ফাইল ছবি[/caption]
জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেতের ‘পাঁচফোড়ন’। এক দম্পতির মান-অভিমান, রাগ-অনুরাগ এবং এর ফলে তাদের সংসারে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে খ্যাতিমান নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেতের ফাগুন অডিও ভিশন নির্মাণ করেছে ‘পাঁচফোড়ন’। এটিএন বাংলার ভালবাসা দিবসের বিশেষ আয়োজন ‘পাঁচফোড়ন’ প্রচারিত হবে ১৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার রাত ৭টা ৫০ মিনিটে।
আয়োজনে নির্দিষ্ট কোনও উপস্থাপক থাকে না। দেশের বিভিন্ন তারকা শিল্পীরা এর নাটকীয় উপস্থাপনায় অংশ গ্রহণ করেন। স্বামী-স্ত্রী’র ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের ও অভিনেত্রী শামীমা নাজনীন।
গান থাকছে ২টি। ‘পিরিতি কাঁঠালের আঠা...’ শীর্ষক জনপ্রিয় লোকসংগীতটি ভিন্নভাবে পরিবেশন করেছেন পলাশ। গানটির সংগীতায়োজন করেছেন জেভিয়ার টয়। এছাড়াও ভালোবাসার উপর বিভিন্ন আঙ্গিকে রয়েছে বেশ কিছু মজাদার নাট্যাংশ। দেশের শীর্ষস্থানীয় অভিনয়শিল্পীরা এতে অংশ নিয়েছেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত