পাহাড় ধসের আশংকা
পাহাড়ী ঢলের পানিতে ভাসছে বিদ্যুৎহীন খাগড়াছড়ি

শংকর চৌধুরী (খাগড়াছড়ি) : প্রবল টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে প্লাবিত পার্বত্য জেলা খাগড়াছড়ি। ঢলের পানিতে তলিয়ে গেছে শহরের অধিকাংশ এলাকা। পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার পরিবার। উপজেলার মহালছড়ি, দীঘিনালা, মেরুং, রামগড়সহ বিভিন্ন স্থানে পাহাড় ধসের কারনে জেলা সদরের সাথে সকল প্রকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে মানুষ। প্লাবিত এলাকাগুলোতে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। অনেকেই আশ্রয় নিয়েছে সেখানে। বন্ধ রয়েছে জেলা শহরের দোকানপাট। জেলাজুড়ে বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ ব্যবস্থা। যেকারণে পুরো জেলাবাসী এখন অন্ধকারে দুর্ভোগ আরো বেড়েছে।

এছাড়াও,পাহাড় ধসে জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় মাটি চাপা পড়েছে বেশ কিছু কাচা ঘর-বাড়ী। সরকারী বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে পানি ঢুকে নষ্ট হয়ে গেছে গুরুত্বপূর্ণ নথিপত্র। ব্যাপক ক্ষতি হয়েছে মৎস ও ফসলি জমির। ভেসে গেছে কোটি টাকার মাছ।

খাগড়াছড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি হাজ্বী লিয়াকত চৌধুরী জানান, পানিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু অব্যাহত বৃষ্টি ও ঢলে আসা পলিমাটির কারনে তা হিসাব করা যাচ্ছে না। তবে, ক্ষয়ক্ষতির পরিমান কয়েক কোটি টাকা হতে পারে।

খাগড়াছড়ি পৌরসভার সচিব পারভীন খন্দকার জানান, পৌর এলাকার ৯টি ওয়ার্ডই পানিতে ডুবে আছে। সকাল থেকে তাদের উদ্ধারে কাজ করছে পৌরসভা। প্রতিটি এলাকায় খুলে দেয়া হয়েছে আশ্রয় কেন্দ্র। আশ্রয় কেন্দ্রগুলোতে অন্তত ৬-৭ হাজার লোক আশ্রয় নিয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত লোকজনদের নিরাপদে স্থানে সরে যেতে পৌরসভার পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী দিলীপ কুমার বিশ্বাস জানান, টানা বৃষ্টি ও পানির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, পৌর এলাকায় চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড। ইতোমধ্যে প্রায় ৫-৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

টানা বর্ষণে খাগড়াছড়ি শহরের মেহেদীবাগ, বাস টার্মিনাল, শান্তিনগর, মুসলিমপাড়া, শব্দমিয়াপাড়া, সবজি বাজার, গঞ্জপাড়া, মিলনপুর, ফুটবিল, মাস্টার পাড়া, শহীদ কাদের সড়ক, অর্পনা চৌধুরী পাড়া, আপার পেড়াছড়াসহ বিভিন্ন এলাকা পানির নীচে তলিয়ে গেছে।

অপরদিকে, জেলার দীঘিনালা উপজেলার মেরুং বাজারের পানির নীচে তলিয়ে গেছে আড়াই শতাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠান। সেই সাথে মেরুং ইউনিয়নের ৫টি গ্রামের ৫ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পরে। শতাধিক পরিবার শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নেয়।

স্থানীয়রা বলেন, খাগড়াছড়িতে স্মরণ কালের এটিই সবচেয়ে ভয়াবহ বন্যা। এর আগে বন্যা হলেও এতো ভয়াবহতা ছিল না। আবার কেউ কেউ অবাক হয়েছেন জেলাজুড়ে এতো বৃষ্টি ও গ্রাম প্লাবিত হওয়ার ঘটনায়।

এদিকে ক্ষতিগ্রস্ত এলাকা ও পানিবন্দি লোকজনদের খোঁজ খবর নিতে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন, ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, জেলা প্রশাসক মোঃ রাশেদুল ইসলাম, পৌর মেয়র রফিকুল আলম। পানিতে তলিয়ে যাওয়া এবং পাহাড় ধস হওয়া এলাকায় জনসাধারণকে উদ্ধার করতে সক্রিয় হয় ফায়ার সার্ভিস ও রেডক্রিসেন্ট কর্মীরা।

খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম বলেন, টানা বৃষ্টিতে পৌর এলাকার দুই তৃতীয়াংশ এলাকা পানিতে ডুবে গেছে।
ঝুঁকিতে থাকা লোকজনকে স্কুল, কলেজ ও বিভিন্ন ক্লাবে সরিয়ে নেয়া হয়েছে। অনেক পরিবারকে আশ্রয় কেন্দ্রে নেয়া
হয়েছে। এবং সকল কাউন্সিলরদের সতর্কতার সাথে নিজ নিজ এলাকায় সজাগ থাকার প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

বন্যাদুর্গতদের মাঝে খাবার স্যালাইন, মোমবাতি, এক কেজি করে চিড়া, গুড় ও ক্ষতিগ্রস্থদের জন্য পৌরসভার পক্ষ থেকে খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে।

চেঙ্গী, মাইনী ও ফেনীর নদীর পানি নামতে শুরু করলে বৃষ্টি অব্যাহত থাকায়, পাহাড় ধসের আশংকায় বিদ্যুৎবিহীন পুরো খাগড়াছড়ি জেলাবাসী।