চট্টগ্রাম : পটিয়া উপজেলার কমল মুন্সিরহাট এলাকায় বাসের ধাক্কায় পমি আক্তার(১৭) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। রোববার সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে।
পমি আক্তার উপজেলার কমল মুন্সিরহাট ফকিরপাড়া এলাকার মোহাম্মদ আবদুল গফুরের মেয়ে। পুলিশ জানিয়েছে, রোববার সকালে কোচিংয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.জহিরুল হক ভূঁইয়া বলেন, রোববার সকালে কোচিংয়ে যাওয়ার পথে একটি বাস পমি আক্তারকে ধাক্কা দেয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত