
চট্টগ্রাম : রেলওয়ের কর্মচারীদের সাথে যোগসাজস করে অগ্রিম টিকিট সংগ্রহ করে অতিরিক্ত দামে বিক্রি করে আসছিল_এমন একটি চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। পরে তাদের জিজ্ঞাবাদে জানা গেছে রেলের টিকিট কালোবাজারিতে জড়িত খোদ রেলওয়ের কর্মচারী।
মঙ্গলবার (১২ জুন) গভীর রাতে রেল স্টেশনের কাছে নিউমার্কেটের সামনে থেকে মো. শাহ আলম (৪৮), প্রদীপ পাল (৪০), শাহ আলম প্রকাশ জামাই শাহ আলম (৩৬) ও দেলোয়ার হোসেন প্রকাশ হাসান (৩৮) নামে চার টিকিট কালোবাজারিকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ।
গ্রেফতার চার জনের কাছ থেকে ১৪ জুন থেকে ১৯ জুন পর্যন্ত সময়ের সোনার বাংলা, তূর্ণা একপ্রেস, সুবর্ণ এক্সপ্রেস ও মহানগর গোধূলী ট্রেনের ৪৩টি সিটের ১৯টি টিকেট পাওয়া গেছে।
নগর গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গ্রেফতারের পর চারজন পুলিশের কাছে এসব টিকিট রেলওয়ে কর্মচারীদের মাধ্যমে সংগ্রহ করেছে বলে স্বীকার করেছে। তারা টিকিট কালোবাজারি চক্রের সক্রিয় সদস্য। গত এক সপ্তাহ ধরে তাদের নজরদারিতে রেখে গ্রেফতার করা হয়েছে বলে দাবী গোয়েন্দা পুলিশের। গ্রেফতারকৃতদের আরো জিজ্ঞাসাবাদ করে তাদের সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হবে বলেও জানায় গোয়েন্দা পুলিশ।