নাঈম ইসলাম (শেরপুর) : শেরপুর শহরের দমদমা কালিগঞ্জ মহল্লার জিহান অটো ব্রিকস ফিল্ডে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। অর্ণিবান তরুণ সংঘ ব্রাজিলের হয়ে এবং সোনার বাংলা যুব সংঘ আর্জেটিনার হয়ে খেলায় অংশ গ্রহণ করে। খেলায় ব্রাজিল ১-০ গোলে জিতে যায়।
খেলার শুরু থেকেই দু’দলই ছন্দময় খেলা প্রদর্শন করে। প্রথমার্ধ্যে গোলশূণ্য ভাবেই ফিরতে হয় ব্রাজিল-আর্জেন্টিনাকে। দ্বিতীয়ার্ধ্যে ব্রাজিলের নৈপণ্য বেশি ছিল।
খেলার ৭০ মিনিটে ব্রাজিলের অনুকূলে পেলান্টির বাঁশি দেন রেফারি। আর তাতেই কোনরকম ভুল করেননি ব্রাজিলের স্টাইকার তারেক রহমান। বাকি সময়ে কোন দলই আর গোলের দেখা পায়নি। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন সাংবাদিক মেরাজ উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, অর্ণিবান তরুণ সংঘের কৃষিবিদ সোহাগ, সোনার বাংলা যুব সংঘের বাকি, আখের বাজার যুব সংঘের সভাপতি আরিফুর রহমান আকিবসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত