গাজীপুরে ২০ জন গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৯ জুন) সকালে গাজীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা শিল্পকলা একাডেমী এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ও গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি।
তিনি বলেন, যে দেশে যত বেশি গুণীজনকে সম্মান দেয়া হবে সেই দেশে তত বেশি গুণীজন তৈরি হবে। প্রকৃতির সঙ্গে আমরা যেরূপ আচরণ করি প্রকৃতিও আমাদের কাছে সেভাবে ফিরে আসে। যা কিছু ভালো আমরা যদি তা করি এবং যা কিছু মন্দ-খারাপ তা বর্জন করি তবেই দেশ জাতি আলোকিত হবে।
জেলা প্রশাসক ডঃ দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গাজীপুর জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সভাপতি অধ্যাপক আয়েশ উদ্দিন, সাবেক সংসদ সদস্য মোঃ শহীদুল্লাহ, কাপাসিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউর রহমান লস্কর মিঠু, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সহযোগী অধ্যাপক অসীম বিভাকর প্রমুখ।
অনুষ্ঠানে ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত মোট ২০ জনকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়।
এরা হলেন- ২০১৪ সালে নাট্যকলায় আহমেদ রেজা রুবেল, যন্ত্রশিল্পী আতিকুর রহমান, কণ্ঠশিল্পী িিতশ চন্দ্র মল্লিক, লোকসঙ্গীত প্রাণবন্ধু দাস ও আবৃত্তিতে লিয়াকত চৌধুরী, ২০১৫ সালে আবৃত্তিতে অসীম বিভাকর, যন্ত্রসঙ্গীতে সুভাষ চন্দ্র রায়, নাট্যকলায় অধ্যাপক আয়েশ উদ্দিন, কন্ঠ সঙ্গীতে জোসেফ কমল রড্রিক্স, লোক সঙ্গীতে ডঃ রশীদ হারুন, ২০১৬ সালে লোকসঙ্গীতে আব্দুল বারী, কণ্ঠসঙ্গীতে মোঃ আয়েত আলী, ফটোগ্রাফিতে আকবর আলী, নাট্যকলায় প্রেমনাথ রবি দাস, লোক সঙ্গীতে মোঃ আলাউদ্দিন, ২০১৭ সালে যন্ত্রসঙ্গীতে সৈয়দ হাফিজুর রহমান, সঙ্গীতে রাসেল নূরী, আবৃত্তিতে সিরাজুল ইসলাম জানু, চলচ্চিত্রে হোসনে আরা আক্তার পুতুল এবং যাত্রা শিল্পে মোঃ মোজাফ্ফর হোসেন মোহর।
প্রতিজনকে স্মারক মেডেল, উত্তরীয় এবং ১০ হাজার টাকার চেক তুলে দেন প্রধান অতিথি। অনুষ্ঠান শেষে ভিডিও ডকুমেন্টেশন ‘বদুর গান’এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত