জুলাই থেকে কমলো ব্যাংক ঋণে সুদের হার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক আগামী পহেলা জুলাই থেকে ৯ শতাংশের বেশি সুদ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স (বিএবি)।

বুধবার (২০ জুন) রাজধানীর গুলশানে জব্বার টাওয়ারে এক জরুরি বৈঠকে এ তথ্য দেন সংগঠনটির সভাপতি নজরুল ইসলাম মজুমদার।

বিএবি সভাপতি বলেন, দেশের অর্থনীতি ও উন্নয়ন ধারাকে চাঙা করতে জুলাইয়ের ১ তারিখ থেকে আমানতের সর্বোচ্চ সুদ হার হবে ৬ শতাংশ আর ঋণের সুদ হার হবে ৯ শতাংশ। যেসব ব্যাংক এ সিদ্ধান্ত মানবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন