
চট্টগ্রাম : নগরের আকবরশাহ এলাকার রেলওয়ের মালিকানাধীন জায়গায় গড়ে ওঠা শহীদ লেন বস্তিতে অভিযান চালিয়ে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা ও মাদকের আখড়া উচ্ছেদ করা হয়েছে।
বুধবার (২০ জুন) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান চালিয়েছে আকবর শাহ থানা পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মো. ফারুক উল হক বলেন, এ বস্তিতে নিয়মিত মাদকের আসর বসে বলে তথ্য রয়েছে পুলিশের কাছে। তাই স্থায়ীভাবে এ অবৈধ বস্তি উচ্ছেদে অভিযান শুরু করেছি আমরা। পুরো বস্তি উচ্ছেদ করতে সপ্তাহখানেক সময় লাগতে পারে। পর্যায়ক্রমে মাদক বিক্রি ও সেবনের অন্যান্য জায়গাগুলোতে অভিযান চলবে।
অভিযানে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিম, আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন, পরিদর্শক (তদন্ত) উৎপল বড়ুয়া উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত