
এবার বিএনপিকে করুণাও করা হবে না মন্তব্য করে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, রাজনীতি হিসাবের অংক। এখানে ভালোবাসা দেয়া, প্রেম করার কোনো সুযোগ নেই। সংবিধান অনুযায়ী আগামী নির্বাচনকালীন সরকারে বিএনপির থাকার সুযোগ নেই।
শুক্রবার (২২ জুন) ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আগামী সংসদ নির্বাচন নিয়ে বিএনপির সুস্পষ্ট বক্তব্য নেই। আন্দোলন নাকি নির্বাচন চায়, সেটা তারা নিজেরাই জানে না। আমরা কী চাই সেটা সুস্পষ্ট। আমরা চাই সংবিধানের নির্দিষ্ট অরবিটের মধ্যে থেকে আগামী নির্বাচন হবে। সংবিধানের মধ্যে থেকে সরকারের পক্ষ থেকে যা করার আমরা তাই করব।
নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘নিরপেক্ষতার সংজ্ঞা বিএনপির কাছে জানতে চাই। তাদের দলের পক্ষে যারা আছে তারাই নিরপেক্ষ আর সবাই হচ্ছে পক্ষপাতী।’
ওবায়দুল কাদের জানান, ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের ১০তলা বিশিষ্ট যে নতুন কার্যালয় করা হয়েছে, সেটি শনিবার উদ্বোধন করবেন শেখ হাসিনা। দলের তহবিলের টাকা দিয়েই ভবনটি নির্মাণ করা হয়েছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত