কক্সবাজার : টেকনাফে র্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত কাউন্সিলর একরামুল হকের বাড়ি পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। রবিবার (২৪ জুন) তিনি একরামুল হকের মা ও স্ত্রীর সাথে নিজ বাড়িতে গিয়ে দেখা করে সমবেদনা জানিয়েছেন।
এসময় তিনি দুঃখ প্রকাশ করে বলেন, মাদক বিরোধী চলমান এই অভিযানে যেভাবে একের পর এক বিচারবহির্ভুত হত্যাকান্ড ঘটিয়ে যাচ্ছে এভাবে কোনদিন মাদক পাচার প্রতিরোধ ও নির্মূল করা সম্ভব নয়। র্যাব কর্তৃক সংঘটিত ঘটনার অডিও ক্লিপটি শুনে আমরা খুবই মর্মাহত। এই হত্যাকান্ডের সঠিক তদন্তসহ ন্যায় বিচার পাওয়ার ব্যাপারে কমিশন কাজ করে যাচ্ছে।
এসময় মানবাধিকার কমিশনের সদস্য মোঃ নজরুল ইসলাম, পরিচালক (তদন্ত) আলমগীর মাহমুদ ফয়জুল কবির, পরিচালক (প্রশাসন) আরফান আশি টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল হাসান, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ বাবু রনজিত কুমার বড়ুয়াসহ টেকনাফ সুশীল সমাজ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত