[caption id="attachment_25933" align="aligncenter" width="691"]
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিচ্ছেন অতিথিরা।[/caption]
আনোয়ারা উপজেলার বরুমচড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন হয়েছে। বঙ্গবন্ধু ফুটবলে বরুমচড়া নলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা ফুটবলে বরুমচড়া উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
মঙ্গলবার (২৬ জুন) বরুমচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এটি অনুষ্ঠিত হয়।
খেলা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ সিরাজ কবিরের সভাপতিত্বে ও সম্পাদক মামুনুর রশিদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বরুমচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদত হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মোহাম্মদ মোরশেদ হোসেন ও ইউপি সদস্য আবু জাফর চৌধুরী মিজান।
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুন্নেছা জেসমিন, শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ,উচ্ছাস দাস ও মুকুল বড়ুয়া প্রমুখ।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত