
বাংলাদেশের সিমেন্ট ও আয়রন শিল্প বিকাশে সরকারকে আরো কার্যকরি পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় সিমেন্ট, আয়রন এন্ড স্টিল মার্চেন্টস এসোসিয়েশন।
বুধবার (২৭ জুন) সন্ধ্যায় নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভায় এ দাবি জানান এসোসিয়েশন নেতারা।
এমএ মোনাফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের বোর্ড সভাপতি ও শিল্পপতি হাকিম আলী। এতে বক্তব্য রাখেন আলী আকবর, লায়ন মোহাম্মদ ইব্রাহিম, বাদশা মিয়া, শেখ মো. মনসুর, আবুল কাসেম তালুকদার, এসএম সরোয়ার চৌধুরী, রাশেদ আলী, মমিনুল হক, মো. মফিজ, আলী ওসমান, জাহাঙ্গীর কবির চৌধুরী, ফয়সাল আকতার চৌধুরী, মাকসুদ আলম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এখন পৃথিবীর বিভিন্ন দেশে সিমেন্ট ও স্টিল রপ্তানী করে বৈদেশিক মুদ্রা আয় করছে বাংলাদেশ। কিন্তু কিছু সমস্যার কারণে এ শিল্প যেভাবে বিকাশ হওয়ার কথা ছিল সেভাবে হয়নি। এ জন্য সরকারকে উদ্যোগ নেয়ার আহবান জানান তারা।
এছাড়াও ব্যাংক ঋণ সুবিধা সহজ করলে এ শিল্প আরো বিকাশিত হবে। রপ্তানী বাড়বে। এতে করে আরো বেশি বৈদেশিক মুদ্রা আয় করতে পারবে বাংলাদেশ।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত