চট্টগ্রাম : অনিয়ম দুর্নীতির আখড়া বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র। অভিযোগ সুস্পষ্ট। তবুও প্রতিকার নেই, প্রশাসনও নিরব। প্রতিকারের উপায়ও প্রায় শেষের দিকে। তিতা-ত্যাক্ত সংশ্লিষ্ট শিল্পী-কলাকুশলী এবং দর্শক এবার এসব অনিয়মের প্রতিবাদে নেমেছে ভিন্ন মাত্রায়। যোগ করেছেন খোলা-চিঠি। বৃহস্পতিবার (২৮ জুন) গণমাধ্যমে এমনি এক খোলা-চিঠি পাঠিয়েছে চট্টগ্রাম টিভি দর্শক ফোরাম নামের একটি সংগঠন।
বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার বরাবরে লেখা ওই খোলা চিঠি পাঠকদের সামনে হুবহু তুলে ধরা হলো-
জিএম চাচা,
সালাম নিবেন, আপনি হয়ত অবগত আছেন যে, চট্টগ্রাম বিপ্লবী জায়গা। এখানে জনগণের ইচ্ছার বিরুদ্ধে কেউ যত বড় সরকারী কর্মকর্তাই হোক না কেন চলে যেতে বাধ্য। সম্প্রতি ডিসি হিল নিয়ে সাবেক ডিসি সাহেবের কথা মনে করা যাইতে
পারে।
চাচা আমরা চট্টগ্রাম টেলিভিশনের কিছু কর্মকর্তাদের সব জান্তা মনোভাব লক্ষ্য করছি। মোহন অবেদীন তার মধ্যে একজন। যে ঢোল বাদক সে প্রযোজনা করে কি ভাবে যার নামে মামলা হয়েছে দরকার হয় মামলা আরও ১০টি করব সে চিটাগাং এ কুতুব চিনে না। সারা দিন জিএম এর রুমে বসে পিন মারাই তার কাজ। আমাদের সিসি ক্যমরা তাই বলছে। জুলাই/২০১৮ থেকে আপনাদের ভুল ত্রুটি সংশোধনের জন্য প্রতি সপ্তাহে আপনাদের নিকট নিয়মিত উড়ো চিঠি পাঠাবো। আশা করি এগুলো সংশোধন করে নিবেন। সিটিভির আগা থেকে গোড়া সব জায়গায় দুর্নীতি।
চট্টগ্রামের দৈনিক আজাদী পত্রিকায় লিখলেও আপনারা সংশোধন হচ্ছেন না। প্রতি উড়ো চিঠির প্রতি পর্বে আমরা ৫টি করে প্রস্তাব পাঠাবো সংশোধনের জন্য। আশা করি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন।
পাঁচ প্রস্তাব
১) চট্টগ্রাম কেন্দ্রে শুধু রবীন্দ্র সঙ্গীত শিখালে হবে না এবং প্রতি সপ্তাহে একজনে শিখালে ও একই শিক্ষার্থী হলে হবে না। সব ধরনের সঙ্গীত শিক্ষার প্রযোজন। নজরুল পল্লী আধুনিক সব গান শিখাতে হবে। প্রযোজক গন অতি উৎসাহী হয়ে অনুষ্ঠান
বানাবেন না। নিস্বার্থভাবে অনুষ্ঠান বানাবেন প্রশংসা পাবেন। ঢাকার প্রযোযকগণ ঢাকায় অনুষ্ঠান বানালে ভাল হয়, চট্টগ্রামে ভাল হয়না কেন? তার মানে উদ্দেশ্য খারাপ।
২) দৈনিক ২টির বেশী টক শো দর্শকগন দেখতে চায় না। সংবাদপত্র বিষয়ক অনুষ্ঠান, রান্না, আলোকিত মানুষ, শরীরচর্চা, রুপচর্চা, সাহিত্য, কবিতা, সঙ্গীত শিক্ষার আসর,স্বাস্থ্র, স্কুল বিচিত্রা, বিশ^বিদ্যালয় বিচিত্রা, আড্ডা ফাড্ডা বিষয়ক অনুষ্ঠান ২ মাসে একটি করে হতে পারে। বিনোদন মুলক অনুষ্ঠান বাড়ান ধান্দাবাজির অনুষ্ঠান বন্ধ করুন। বছরে আমাদের কোটি টাকা খাচ্ছেন কত টাকা বিজ্ঞাপন বাবত আয় করেছেন। নাপিতকে দিয়ে ধোপার কাজ করাবেন না। চুক্তিভিত্তিক লোক দিয়ে কাজ না করিয়ে স্থায়ী লোকদের দিয়ে কাজ করান। রেকর্ডিং স্টুডিও, এডিটিং স্টুডিও বাড়ান। আপনারা চালাতে পারলে বিক্রি করে দেন।
৩) সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা না বাড়লে শিল্পীদের দক্ষতা থাকলে ও অনুষ্ঠান ভাল হবেনা। শিল্পী সম্মানীর টাকা অ-তালিকাভুক্ত দের পকেটে দেবেন না। শিল্পী সম্মানী টাকা ঢাকা কেন্দ্রের সমান পরিশোধ করুন একজন শিল্পী যদি মাসে ৩টির বেশী অনুষ্ঠান করতে পারে না বা একজন শিল্পী এক অনুষ্ঠানে ২টির বেশী চেক পায় না তাহলে বিএনপি মার্কা রোকেয়া হক এক মাসে ৩০টি রান্নার অনুষ্ঠান করেছেন কত টাকা চেক নিল জবাব দেন ই মেইলে। তিনি আবার ঘরোয়া ও করেন। ঈদের অনুষ্ঠানে একজন শিল্পীকে একই দিনে ২বার আবার ৫দিনে ৫টি অনুষ্ঠানে দেখা গেছে।
৪) তালিকাভুক্তদের মাধ্যমে অনুষ্ঠান না বানিয়ে পত্রিকার লোকদের দিয়ে অনুষ্ঠান বানানো কি পত্রিকায় না লেখার জন্য? এগুলো বন্ধ করুন। তালিকাভুক্ত শিল্পীদের অনুষ্ঠানের লগবুক রাখবেন। দালালদেরকে বেশী প্রোগ্রাম দিলে পরিনাম ভাল নাও হতে পারে। চেক পরিশোধে শিল্পীদের হয়রানী করবেন না।
৫) বিটিভির অনুষ্ঠান বিটিভিতে চালাবেন চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান চট্টগ্রামে চালাবেন তাহলে দর্শকগণ ভাল মন্দ যাচাই করতে পারবেন। ঢাকার অনুষ্ঠান চট্টগ্রামে দেখালে শিল্পিীদের অসন্তোষ বাড়বে। বাজেটে বোগাস চেক বানিয়ে টাকা আত্মসাৎ করবেন না।
ধন্যবাদ
ইতি- ভাতিজা।
খাদেম – চট্টগ্রাম টিভি দর্শক
ফোরাম
অনুলিপি-
১) মাননীয় মন্ত্রী, তথ্য মন্ত্রনালয় ২) মহা পরিচালক, বিটিভি ৩) ইঞ্জিনিয়ারিং ম্যানেজার, চট্টগ্রাম
৪) সিটিভির সকল প্রযোজক ৫) সকল মিডিয়া ৬) পরিচালক প্রশাসন ঢাকা ৭) পরিচালক অর্থ ঢাকা