ফটো সাংবাদিকরাই বেশি ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করে

চট্টগ্রাম : সব ধরনের আন্দোলন সংগ্রাম কিংবা দুর্যোগপূর্ণ পরিবেশে ফটো সাংবাদিকরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থেকে তাদের পেশাগত দায়িত্ব পালন করে।

শুক্রবার (২৯ জুন) চট্টগ্রাম ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন ও নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি র বক্তব্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এসব কথা বলেন।

তিনি বলেন, আমি সাংবাদিকবান্ধব, সাথে সাথে জনবান্ধবও। ছাত্রজীবন থেকে রাজনীতির সাথে জড়িত ছিলাম তাই জনগণের সাথে আমার সম্পর্ক বেশি।

চট্টগ্রামকে তুলে ধরতে সিপিজেএ ইতিপূর্বে যে ধরনের প্রদর্শনী এবং প্রকাশনা প্রকাশ করেছে তা নান্দনিক চট্টগ্রামকে বিশ্বদরবারে তুলে ধরতে ভূমিকা রেখেছে। আন্তর্জাতিক প্রদর্শনীর মাধ্যমে চট্টগ্রামের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য, ব্যবসায়িক গুরুত্ব, পর্যটন সম্ভাবনার ছবি প্রদর্শনীর মাধ্যমে বার বার তুলে ধরে তারা চট্টগ্রামকে যেভাবে ব্র্যান্ডিং করেছে তা প্রশংসার দাবীদার।

এসময় সরকারের উন্নয়নের চিত্র সংবাদপত্রে বেশি বেশি তুলে ধরার আহ্বান জানান সিটি মেয়র। তিনি ভবিষ্যতে সিপিজেএ’র সকল কর্মকাণ্ডে পাশে থেকে সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।

সিপিজেএ’র উপদেষ্টা মোহাম্মদ ফারুকের সঞ্চালনায় ও সভাপতি মসিউর রেহমান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ।

অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিম উদ্দিন শ্যামল, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ, বিএফইউজের যুগ্ম-মহাসচিব তপন চক্রবর্তী, সিপিজেএ’র উপদেষ্টা দেবপ্রসাদ দাস দেবু ও কাউন্সিলর শৈবাল দাশ সুমন।

অনুষ্ঠানের শুরুতে মেয়রকে ফুল দিয়ে স্বাগত জানান সংগঠনের প্রদর্শনী সম্পাদক সোহেল সরওয়ার এবং বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিন ‘আলোকযাত্রা’ তুলে দেন প্রচার প্রকাশনা সম্পাদক নিপুল কুমার দে।

এসময় লেন্স কালচার স্ট্রিট ফটোগ্রাফি ২০১৮তে সিরিজ বিভাগে প্রথম স্থান লাভ করায় সিপিজেএ সদস্য সৌরভ দাশের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন মেয়রসহ অতিথিরা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সিপিজেএ উপদেষ্টা আসিফ সিরাজ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, নির্বাহী সদস্য ম. সামশুল ইসলাম, সিপিজেএ’র সহ-সভাপতি সুভাষ কারন, যুগ্ম সাধারণ সম্পাদক রাজেশ চক্রবর্তী, অর্থ সম্পাদক হাবিবুর রব মাসুম, নির্বাহী সদস্য প্রদীপ কুমার শীল, উপদেষ্টা শিশির বড়ুয়া, রূপম চক্রবর্তী, সদস্য কুতুব উদ্দিন চৌধুরী, উজ্বল ধর, আলাউদ্দিন হোসেন দুলাল, আমিনুল ইসলাম মুন্না, রনী দে, জুয়েল শীল, অনুপম বড়ুয়া, শ্যামল নন্দী প্রমুখ।

শেয়ার করুন