রূপসজ্জায় মেয়াদহীন, নকল ও ভেজাল প্রসাধনী ব্যবহার ও বিক্রির দায়ে রাজধানীর নামকরা প্রতিষ্ঠান ওমেন্স ওয়ার্ল্ড বিউটি পার্লারকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২ জুলাই) রাজধানীর বনানীতে অভিযান চালিয়ে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
অভিযান তদারকি করেন অধিদফতরের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক শাহীন আরা মমতাজ। আর অভিযান পরিচালনা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রজবী নাহার রজনী।
শাহীন আরা মমতাজ বলেন, রাজধানীর নামকরা প্রতিষ্ঠান ওমেন্স ওয়ার্ল্ড বিউটি পার্লারে নারীরা রূপচর্চার জন্য আস্থা নিয়ে এখানে আসেন। আস্থা ও বিশ্বাসকে পুঁজি করে নানা কৌশলে ভোক্তাদের ঠকাচ্ছে। প্রতিষ্ঠানটি দেশের তৈরি নকল ও ভেজাল প্রসাধনীকে বিদেশি বলে রূপসজ্জায় ব্যবহার করছে। তারা যেসব পণ্য রূপসজ্জায় ব্যবহার করছে তার বেশিরভাগেরই উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ নেই।
দেশের তৈরি নকল ও ভেজাল পণ্য রাজধানীর চকবাজারসহ বিভিন্ন এলাকা থেকে কিনে এনে বিদেশি বলে বিক্রি করছে।
অধিদফতরের এ উপ-পরিচালক বলেন, প্রতিষ্ঠানটির বেশিরভাগ পণ্যের মোড়কে খুচরা মূল্য লেখা নেই। ফলে তারা ইচ্ছা মতো দাম নিয়ে ভোক্তাদের ঠকাচ্ছে। পাশাপাশি রাজস্বও ফাঁকি দিচ্ছে।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭, ৪১, ৪৫ ও ৫১ ধারায় অনুযায়ী, ওমেন্স ওয়ার্ল্ডকে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়।
বাজার অভিযানের সার্বিক সহযোগিতা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)-১১ এর সদস্যরা।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত