চট্টগ্রাম : চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদে আসছেন খন্দকার গোলাম ফারুক। এর আগে তিনি রংপুর রেঞ্জ ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন।
সোমবার (২ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এসএম মনির-উজ-জামানকে পুলিশ অধিদফতরের ডিআইজি (টিআর) পদে বদলি করা হয়েছে।
একই আদেশে চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে খন্দকার গোলাম ফারুককে। খন্দকার গোলাম ফারুক সর্বশেষ রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত