বান্দরবান : বান্দরবানে ভারী বর্ষণে পাহাড় ধসের ঘটনায় প্রতিমা রানি দে (৪২) নামে এক নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩ জুলাই) দুপুর ১টার দিকে বান্দরবানের কালাঘাটা বড়ুয়ার টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রতিমা রানি কালাঘাটার তিন নম্বর ওয়ার্ডের মিলন দাসের স্ত্রী।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার জানান, সোমবার রাত থেকে ভারী থেকে মাঝারী বৃষ্টিপাত হচ্ছে। যেকারণে মঙ্গলবার দুপুরে পাহাড় ধসে প্রতিমা নামে এক নারী নিহত হয়েছেন।
খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত