লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় চন্দ্রপুর লতাবর গ্রামের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী আসামী আমেনা বেগমকে(৩০) ২০ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে পুলিশ।
শনিবার (৭ জুলাই) রাতে উপজেলার চন্দ্রপুর লতাবর এলাকা থেকে এসআই বাদল কুমার এর নেতৃত্বে অন্যান্য অফিসার ও ফোর্স তাকে আটক করে।
আটক আমেনা বেগমকে রবিবার (৮ জুলাই) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাকবুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চন্দ্রপুর লতাবর এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ২০ বোতল ফেন্সিডিলসহ আমেনা বেগমকে আটক করে।
তিনি আরো জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিন্ত্রয়ণ আইনে আমেনা বেগমের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়। এছাড়া তার স্বামীর নামে থানায় আরো মাদকের মামলাও রয়েছে বলে জানান তিনি।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত