ক্লিনিক-হাসপাতালে ধর্মঘট সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র

চট্টগ্রাম: সেবা প্রতিষ্ঠানের ওপর ‘সাংবাদিকদের নগ্ন হামলা’র অভিযোগ এনে বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিকে বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান সমিতির ব্যানারে ডাকা ধর্মঘটের সঙ্গে চট্টগ্রামের সাংবাদিক সমাজ কোনভাবেই জড়িত নন। মূলত ম্যাক্স হাসপাতালে র্যাবের অভিযানের পর বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান সমিতির নেতৃবৃন্দ জরুরী বৈঠকের মাধ্যমে চিকিৎসা সেবা বন্ধ রাখার মত সিদ্ধান্ত গ্রহণ করে।

সাংবাদিক নেতারা যুক্ত বিবৃতিতে সাংবাদিকদের বিরুদ্ধে বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান সমিতির এ অভিযোগের তীব্র নিন্দা জানান এবং এ ধরনের মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক শুকলাল দাশ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শহীদ উল আলম, যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, নির্বাহী সদস্য আসিফ সিরাজ, নওশের আলী খান বিবৃতিতে বলেন, গত ২৯ জুন রাতে ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক কন্যা রাইফার মৃত্যু হয়। এ ঘটনার প্রেক্ষিতে পুলিশ প্রশাসন জিজ্ঞাসাবাদের জন্য ম্যাক্স হাসপাতালের কয়েকজনকে থানায় নিয়ে যায়। এতে ক্ষিপ্ত হয়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল তার বেশ কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং সাংবাদিকের চিকিৎসা না করাসহ হাসপাতাল, ক্লিনিক বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন।

পরবর্তীতে ভারপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে বিএমএ, ম্যাক্স হাসপাতাল কর্তৃপক্ষ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, প্রেস ক্লাব নেতাদের একটি সমঝোতা চুক্তি সই হয়। এতে চট্টগ্রামের সিভিল সার্জনের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন, ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল এবং প্রতিবেদনের ভিত্তিতে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।

বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, স্বাস্থ্য অধিদফতরের গঠিত তদন্ত কমিটির সদস্যরা ঘটনাটি তদন্তে এলে ৩০ জুন রাতে সাংবাদিক নেতাদের বক্তব্য জানার জন্য তাদের ম্যাক্স হাসপাতলের একটি বৈঠকে যোগ দিতে আমন্ত্রণ জানান। আমন্ত্রণ পেয়ে সাংবাদিক নেতারা ওই বৈঠকে যোগ দিলে বক্তব্যের একপর্যায়ে বিএমএর কিছু নেতা সাংবাদিকদের বক্তব্য দানে বাধা দেন এবং সাংবাদিকদের বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে সাংবাদিকরা সভা বয়কট করে বেরিয়ে এসে বিক্ষোভ করেন।

সাংবাদিক কন্যা রাইফার মৃত্যুর সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে চট্টগ্রামের সাংবাদিক সমাজ নিয়মতান্ত্রিকভাবে চট্টগ্রাম প্রেস ক্লাব এবং শহীদ মিনারে শান্তিপূর্ণ সমাবেশ করে। এসব সমাবেশ চলাকালে এক মিনিটের জন্য রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি কিংবা উচ্ছ‍ৃঙ্খলতা সৃষ্টি করেনি। অথচ বিএমএর ব্যানারে সড়ক অবরোধ করে রোগীদের জিম্মি করে সভা-সমাবেশ করে সাংবাদিকদের চিকিৎসা না করার হুমকি দেন।

তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর চট্টগ্রামের সাংবাদিকরা সরকারের ঊর্ধ্বতন মহলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছেন। চট্টগ্রামের সাংবাদিকরা কখনোই কোনো হাসপাতাল কিংবা ক্লিনিকের সামনে সভা, সমাবেশ, মিছিল, মিটিং করেনি। তাহলে প্রশ্ন হচ্ছে, সাংবাদিকরা কীভাবে চিকিৎসাসেবার ওপর নগ্ন হস্তক্ষেপ করেছে?

বিবৃতিতে তারা বলেন, গত ৪ জুলাই মধ্যরাতে কিছু চিকিৎসকের একটি সভায় বিএনপি নেতা ও ড্যাবের সাবেক সভাপতি ডা. খুরশিদ জামিল চৌধুরী চট্টগ্রামের চিকিৎসা ব্যবস্থা অস্থিতিশীল করে তোলার জন্য চিকিৎসকদের আহ্বান জানান। এর ধারাবাহিকতায় আগস্টে ধর্মঘট ডেকে হঠাৎ করে এক মাস আগে রোববার (৮ জুলাই) থেকে চট্টগ্রামের সব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে রোগীদের বের করে দিয়ে চিকিৎসাসেবা বন্ধ করে দেওয়া অমানবিক এবং মৌলিক অধিকারের পরিপন্থি এবং ওই ষড়যন্ত্রের অংশ বলে মনে করে।

বিবৃতিতে বলা হয়, বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান সমিতির নামে চট্টগ্রামে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক বন্ধের যে প্রেস বিজ্ঞপ্তিটি পাঠানো হয় তা চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) মতো একটি সরকারি প্রতিষ্ঠানের মেইল থেকে পাঠানো হয়েছে। যা দুঃখজনক এবং অনভিপ্রেত।

সাংবাদিক নেতারা বলেন, স্বাস্থ্য অধিদফতর এবং চট্টগ্রামের সিভিল সার্জনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির সুপারিশের প্রেক্ষিতে রোববার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলকে (বিএমডিসি) নির্দেশ দেন। সরকার যখন স্বাস্থ্য ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনার কাজ শুরু করেছে তখন সরকারের এ উদ্যোগকে বাধাগ্রস্ত করতে একটি চক্র ষড়যন্ত্রে মেতে উঠেছে।

শেয়ার করুন