চট্টগ্রামে বিএনপির প্রতীকী অনশন

চট্টগ্রাম : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকি‍ৎসা ও মুক্তির দাবিতে নগরের কাজীরদেউড়িস্থ বিএনপির কার্যালয়ে প্রতীকী অনশন কর্মসূচি চলছে। সোমবার (০৯ জুলাই) সকাল ১০টা থেকে এ প্রতীকী অনশন কর্মসূচি শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এ কর্মসূচি উপলক্ষে সোমবার (১০ জুলাই) সকাল থেকেই নগরের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে নাসিমন ভবনের সামনে জড়ো হতে থাকেন।

নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ প্রতীকী অনশন কর্মসূচিতে উপস্থিত রয়েছেন।

শেয়ার করুন