একদিন ভোগান্তিশেষে হাসপাতাল মালিকদের কর্মসূচি স্থগিত

চট্টগ্রাম : একদিনের দীর্ঘ ভোগান্তিশেষে প্রশাসন ও বিএমএ নেতৃবৃন্দের আশ্বাসের প্রেক্ষিতে ধর্মঘট স্থগিত করার ঘোষণা দিয়েছে বেসরকারি হাসপাতাল ও চিকিৎসা সেবা কেন্দ্রের মালিকরা।

সোমবার (৯ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে ধর্মঘট তুলে নেওয়ার ঘোষণা দেন প্রাইভেট হসপিটাল অ্যান্ড ল্যাব ওনারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ম্যাক্স হাসপাতালের পরিচালক ডা. লিয়াকত আলী খান।

তিনি বলেন, “প্রশাসন ও বিএমএ নেতৃ

 

বৃন্দের সঙ্গে আমাদের আলাচনা হয়েছে। তাদের আশ্বাসের প্রেক্ষিতে আমাদের ধর্মঘটের কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে। এখন আমরা হাসপাতাল খুলে দিয়ে স্বাস্থ্যসেবা শুরু করব।”

ম্যাক্স হাসপাতালে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানের প্রতিবাদে লিয়াকতই রোববার ধর্মঘটের ঘোষণা দিয়েছিলেন।

তার ওই ঘোষণার পর বেলা ৪টার পর থেকে বন্দরনগরীর বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো সব ধরনের সেবা বন্ধ করে দেয়। এতে রোগী ও স্বজনরা সীমাহীন দুর্ভোগে পরে। রোগীদের জিম্মি করে হাসপাতাল মালিকদের এই ধর্মঘট নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর বহুস্বজন।

শেয়ার করুন