অতিথি সেজে চুরি করে ওরা ৬জন

চট্টগ্রাম : নেচে গেয়ে চুরি করে ওরা ছয়জন। তারা সকলেই বিভিন্ন কমিউনিটি সেন্টারে অতিথি সেজে মোবাইল চুরি করে। থাকেন বাকলিয়া থানার নতুন ব্রিজের ক্ষেতচর এলাকায়। রোববার (৮ জুলাই) রাতে নগরীর লাভলেইনস্থ স্মরণিকা কমিউনিটি সেন্টারে কোতোয়ালী থানা পুলিশের হাতে ধরা পরেন তারা।

আটকরা হলেন- রিপা আক্তার (১৫), জান্নাত আরা ফেরদৌস (১৪), হামিদা বেগম (৪০), ফাতেমা বেগম (২৬), সহুরা (১৯) প্রকাশ কালা বুড়ি ও নুর হোসেন (১৮)।

কোতোয়ালী থানা পুলিশ জানায়, রোববার (৮ জুলাই) রাতে অভিযান চালিয়ে ২৩টি মোবাইল ফোনসহ অভিজাত এ ছয় চোরকে আটক করা হয়। তাদের সকলের বাড়ি কক্সবাজারের বিভিন্ন উপজেলায় হলেও বর্তমানে নগরের বাকলিয়া থানার নতুন ব্রিজের ক্ষেতচর এলাকায় থাকেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, স্মরণিকা কমিউনিটি সেন্টার থেকে উদয়ন দাশগুপ্ত নামে এক ব্যক্তির স্ত্রীর মোবাইল চুরি হয়ে যায়। অভিযোগের প্রেক্ষিতে অভিযানে নামে কোতোয়ালী থানা পুলিশ। পরে ওই কমিউনিটি সেন্টারের সিসিটিভি ফুটেজের মাধ্যমে ৬ চোরকে সনাক্ত করে ২৩টি মোবাইল ফোনসহ আটক করা হয়।

আটককৃতদের ‘অভিজাত’ চোর আখ্যা দিয়ে ওসি আরও বলেন, আটক ৬ জনের মধ্যে শুধুমাত্র একজন ছেলে। অন্যরা সবাই কিশোরী। ওই ছেলে ধনাঢ্য পরিবারের বিভিন্ন অনুষ্ঠানের সংবাদ আনে। পাঁচ কিশোরী সেই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি সেজে যায়। অনুষ্ঠানে গিয়েই স্বভাবসুলভ আচরণে মিশে যায় সবার সাথে। নাচে গানে মাতিয়ে রাখে সবাইকেই। নাচে গানে উন্মাতাল সবাই যখন একটু বেখেয়ালি হন তখনই তাদের মোবাইল, চেইন, টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে চম্পট দেয় এ অভিজাত চোরের দল।

শেয়ার করুন