অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ
সুন্দরবন কুরিয়ার সার্ভিস ও এসএ পরিবহনকে জরিমানা

মৌসুমি ফলসহ বিভিন্ন পণ্য পরিবহনে বেশি টাকা নেওয়ার অভিযোগে এসএ পরিবহন খাগড়াছড়ি শাখাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৯ জুলাই) বেলা ১১টায় ভ্রাম্যমাণ আদালত পরিচলনার মাধ্যমে এ জরিমানা করা হয়।

সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাসুদ রানা জানান, খাগড়াছড়ি থেকে ঢাকা-চট্টগ্রামসহ অন্যান্য জেলায় মৌসুমি ফলসহ বিভিন্ন পণ্য পরিবহনে এসএ পরিবহন নিয়ম-নীতির তোয়াক্কা না করে বেশি টাকা আদায় করছে এমন অভিযোগ পাওয়ার পর এসএ পরিবহনে গিয়ে তার সত্যতা পাওয়া যায়।

পরে, ভ্রাম্যমান আদালত পরিচালনা করার মাধ্যমে ভোক্তা অধিকার আইনের ৪০ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং পরবর্তিতে বাড়তি টাকা আদায় না করতে সর্তক করে দেওয়া হয়। একই অভিযোগে সুন্দরবন কুরিয়ার সার্ভিসকেও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

সেবা নিতে আসা ভোক্তারা জানান, যেখানে প্রতিকেজি আমের দাম ২৫-৩০ টাকা সেখানে খাগড়াছড়ি থেকে ঢাকায় প্রতিকেজি আম পাঠাতে খরচ নেয় ২০ টাকা। এবং ছোট একটি আমের ঝুড়ি থেকে ৩শ থেকে ৪ টাকা নিচ্ছে এসএ পরিবহন।

খাগড়াছড়িবাসীকে অনেকটা জিম্মি করে এসএ পরিবহন গ্রাহকদের কাছ থেকে বেশি টাকা আদায় করছে বলেও অভিযোগ করে অনেকে।