পাকিস্তানে বেলুচিস্তান প্রদেশে শুক্রবার (১৩ জুলাই) নির্বাচনী সমাবেশে বোমা বিস্ফোরণে অন্তত ৭০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকেই।
প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী আঘা ওমর বুঙ্গালজাই আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেছেন, আগামী ২৫ জুলাইয়ের নির্বাচনকে ঘিরে প্রাদেশিক রাজধানী কোয়েটার কাছে মস্তং শহরে সমাবেশে বোমা বিস্ফোরণে ৭০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
জানা গেছে, প্রথমে সমাবেশের পাশে একটি মোটরসাইকেলে বোমা বিস্ফোরণ হয়। পরে পাকিস্তানের সক্রিয় রাজনৈতিক জোট মুত্তাহিদা মজলিস-ই-আমালের (এমএমএ) প্রার্থী আকরাম খান দুররানির গাড়ির মধ্যে বিস্ফোরণ হয়। এসময় জোটের অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা আশপাশে ছিলেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত