সুনামগঞ্জ প্রতিনিধি : সাংবাদিক আজিজুল ইসলাম চৌধুরী ছিলেন একজন সাদা মনের মানুষ। তিনি সাংবাদিক অঙ্গনে কখনো অনৈতিক কাজে জড়িয়ে পড়েন নি। সাংবাদিকতা পেশায় একজন পরিচ্ছন্ন ও পরিপাঠি মানুষ ছিলেন। শক্তিমান লেখনীর মাধ্যমে তিনি জাগিয়ে তুলতেন। এবং কুখ্যাত ব্যক্তিদের শায়েস্থা করেছেন এমনও উদাহরন রয়েছে।
শুক্রবার (১৩ জুলাই) সন্ধ্যায় সুনামগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শোক সভায় বক্তারা এসব কথা বলেন।
বক্তারা আরো বলেন, সাংবাদিকতার পাশাপাশি আইন পেশায় বিনা পয়সায় অসহায়দের আইনী সহায়তা দিতেন। কোর্ট থেকে ফেরার সময় বাসায় খালি হাতে ফিরতেন। তিনি মানব কল্যাণকামী ও সদা হাস্যজ্বল মানুষ ছিলেন।
প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সুনামকন্ঠের সম্পাদক বিজন সেন রায়ের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মাহবুর রহমান পীরের পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেসকাবের সাধারন সম্পাদক ও দৈনিক সুনামগঞ্জ ডাক’র সম্পাদক অধ্য শেরগুল আহমেদ।
শোকবার্তা পাঠ করেন প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সদস্য ও বাংলাভিশন প্রতিনিধি মাসুম হেলাল। শোকবার্তা পাঠ শেষে অতিথিবৃন্দ মরহুম আজিজুল ইসলাম চৌধুরী’র ছেলে ইহতেশাম মোহাম্মদ রাহিব ও ভাই শফিউল ইসলাম, কামরুল ইসলামের হাতে শোকবার্তা তুলে দেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মলিক মঈনুদ্দিন সোহেল, সিনিয়র আইনজীবী ও লেখক অ্যাডভোকেট হোসেন তৌফিক চৌধুরী, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন পত্রিকার সম্পাদক কামরুজ্জামান চৌধুরী সাফি, সিনিয়র আইনজীবী হুমায়ুন মঞ্জুর চৌধুরী, অ্যাডভোকেট জহুর আলী, সিনিয়র আইনজীবী ও লেখক বজলুল মজিদ চৌধুরী খসরু, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল কাদির সিহাব, জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাডভোকেট জিয়াউল হক, প্রেসক্লাবের সহ সভাপতি রওনক আহমেদ, প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, দৈনিক প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি অ্যাডভোকেট খলিল রহমান, দৈনিক আজকের সুনামগঞ্জ প্রতিনিধি আবেদ মাহমুদ চৌধুরী, প্রেসক্লাবের সদস্য ও দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার সম্পাদক মাহতাব উদ্দিন তালুকদার, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক সেলিম আহমদ তালুকদার, দৈনিক মানবকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি শাহজাহান চৌধুরী, আজিজুল ইসলাম চৌধুরী’র ছোট ভাই শফিউল ইসলাম চৌধুরী।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত