কুরআন-সুন্নাহের আলোকে জীবনধারণ করে মুসলিমরা এগিয়ে গিয়েছে

চট্টগ্রাম : দু’দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনে ওলামায়ে কেরাম বলেছেন, মুসলমানগণ এক সময় পুরো পৃথিবী শাসন করেছে। পবিত্র কুরআন-সুন্নাহের আলোকে জীবনাদর্শ ধারণ করে মুসলিমরা যেখানেই গিয়েছেন মুসলমানদের বিজয় ঘন্টা বেজেছে। মুসলিমগণ পুনরায় আল্লাহ ও তাঁর প্রিয় রাসুল (সা.)-এর দেখানো জীবন পদ্ধতি চর্চা করলে পুরো বিশ্বই তাঁদেরকে আবারও নেতৃত্বের আসনে বসাবে।

বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ ময়দানে এ ইসলামী সম্মেলনের আয়োজন করা হয়।

জামিয়া ইসলামিয়া জিরি মহাপরিচালক আল্লামা শাহ মুহাম্মদ তৈয়ব (দা. বা.)-এর সভাপতিত্বে সম্মেলনে বয়ান পেশ করবেন মুফাসসিরে কুরআন ও বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা), জামিয়া আজিজুল উলুম বাবুনগরের প্রধান মুফতী হযরত মাওলানা মুফতী মাহমুদুল হাসান, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও গবেষক আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেন, জামিয়া ইসলামিয়া পটিয়ার সম্মানিত সিনিয়র শিক্ষক আল্লামা হাফেজ ওবাইদুল্লাহ হামযা, জামিয়া বায়তুল করীম আল-ইসলামিয়া চট্টগ্রামের নির্বাহী পরিচালক ও শায়খুল হাদীস আল্লামা হাফেজ ফরিদ আহমদ আনসারীসহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও শীর্ষস্থানীয় পীর-মাশায়েখ।

শেয়ার করুন