সিআইডি অফিসারের বাড়ীতে দূধর্ষ চুরি

এম. লুৎফর রহমান (নরসিংদী) : রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিচকান্দি গ্রামে সিআইডি অফিসারের বাড়ীতে দূধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সিআইডি অফিসার রুস্তম আলী আঃ জলিল মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (১২ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টায় ঘরের দরজার ভেঙ্গে ভিতরে প্রবেশ করে লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। সিআডি অফিসার রুস্তম আলীর বাবা আঃ জলিল জানান, আমরা রাতে খাওয়া শেষ করে আনুমানিক দেড়টার দিকে ঘুমিয়ে পরি। ঘন্টা খানেক পর এক ধরনের স্প্রের গন্ধ পেয়ে অজ্ঞান হয়ে পড়ি। সকালে আমাদের জ্ঞান ফিরলে দেখি প্রত্যেকটি রুমের জামা কাপড়, ষ্টিলের আলমারি ওয়াডড্রব সহ সকল জিনিসপত্র তছনছ করা।

ক্ষয়ক্ষতির পরিমান জানতে চাইলে জলির বলেন, নগদ ১লাক্ষ টাকা ৭ভরি স্বর্ণ ও কিছু আসবাব পত্র নিয়েছে চোরের দল। এই ঘটনাকে কেন্দ্রকরে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। জনমনে প্রশ্ন, পুলিশ অফিসারের বাড়ীতে যদি হয় চুরি, আমরা সাধারণ মানুষ তাহলে কতটা নিরাপদ।

মির্জাপুর ইউপি চেয়ারম্যান আসাদুল্লাহ ভুইয়া বলেন, একটি চুরি একটা পরিবারকে ধ্বংস করে দেয়। জলিলের
বাড়ীতে যে চুরি হয়েছে তা অত্যন্ত ন্যাক্কার জনক ঘটনা। আমাদের খেয়াল রাখতে হবে এবং চোর-দুষ্টুদের খুঁজে বের করতে হবে।

এ বিষয়ে রায়পুরা থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, আমরা ঘটনা সম্পর্কে অবগত হয়ছি। লিখিত কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন