জামালগঞ্জ উপজেলা আ’লীগের বর্ধিত সভা পন্ড

সুনামগঞ্জ প্রতিনিধি : জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা হট্টগোলে পন্ড হয়েছে। সভা শুরুর পূর্বে দলীয় মনোনয়ন প্রত্যাশী কোন নেতার নামে প্রশংসা বা বক্তব্য না দেয়ার কথা থাকলেও স্থানীয় সাংসদের নামে উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান গুণকীর্তন করার কারণে হৈচৈ এর মধ্য দিয়ে সভা পন্ড করে বেরিয়ে যান অধিকাংশ নেতৃবৃন্দ।

শনিবার (১৪ জুলাই) সকালে জামালগঞ্জ উপজেলা আ’লীগের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সভাপতি মোহাম্মদ আলী।

সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জামিল আহমদ জুয়েলের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেন।

সভায় শুভেচ্ছা বক্তব্যের পর উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সত্যেন্দ্র কুমার রায়ের মৃত্যুতে শোক প্রস্তাব পাঠ করেন দপ্তর সম্পাদক সমরেন্দ্র আচার্য্য সম্ভু। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান সুনামগঞ্জ-১আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এর নাম প্রস্তাব করলে অপর একজন নেতা মাইক কেড়ে নেওয়ায় হট্টগোল সৃষ্টি হয়। সভা কক্ষে হৈচৈ ও হট্টেগোলের এক পর্যায়ে সভা বয়কট করে কয়েকজন নেতাকর্মী ছাড়া বাকী সবাই সভাস্থল ত্যাগ করেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক মোবারক আলী তালুকদার, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল খালেক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জহিরুল হক তালুকদার, শিক্ষা বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ, উপজেলা আ’লীগের সদস্য আব্দুল হক, জামালগঞ্জ সদর ইউপি সভাপতি আব্দুল খালেক তালুকদার, ফেনারবাঁক ইউপি সভাপতি নূরুল হুদা চৌধুরী, ভীমখালী ইউপি সভাপতি শাহ আক্তার হোসেন, সাচ্না বাজার ইউপি সাধারণ সম্পাদক বিপ্লব পাল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইকবাল আল আজাদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক শাহানা আল আজাদ, উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত আহবায়ক আলী আমজদ প্রমুখ।

এ সময় জামালগঞ্জ সদরে উত্তেজনা বিরাজ করলে পুলিশ টহল দেয়। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই অসমাপ্ত ভাবে সভা পন্ড হয়।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে পরে কথা বলব বলে লাইন কেটে দেন।

শেয়ার করুন