চট্টগ্রামের জেলা প্রশাসকের নাম্বার স্পুফিং করে ‘চাঁদা’ দাবি!

চট্টগ্রাম : জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের সরকারি মোবাইল নাম্বার (০১৭১৩১০৪৩৩২) স্পুফিং (কম্পিউটার সিস্টেমের মাধ্যমে নাম্বার নকল) করে সিটি করপোরেশনের কয়েকজন ওয়ার্ড কাউন্সিলরের কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৪ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

এবিষয়ে জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন বলেন, ‘দুপুরের দিকে জানতে পারি আমার সরকারি নাম্বার থেকে কয়েকজন ওয়ার্ড কাউন্সিলরের কাছে ২০ হাজার টাকা দাবি করা হয়েছে। সঙ্গে সঙ্গে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনকে বিষয়টি অবহিত করি। বিদেশ থেকে আমার নাম্বার স্পুফিং করে এ কাজ করা হয়েছে বলে তারা (মোবাইল ফোন অপারেটর) জানিয়েছে। এ বিষয়ে পদক্ষেপ নিতে বিটিআরসিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দায়িত্ব পাওয়ার পর থেকে সততা এবং স্বচ্ছতা নিশ্চিত করে নিষ্ঠার সঙ্গে তা পালন করছি। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হতে এবং কোন ধরনের লেনদেন বা কথোপকথন না করার জন্য বিনীত অনুরোধ করেছি।

কিছুদিন আগেও ফেনী ও রাঙামাটির জেলা প্রশাসক এবং কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি মোবাইল নাম্বার স্পুফিং করে চাঁদা দাবির অভিযোগ উঠে। সর্বশেষ চট্টগ্রামের জেলা প্রশাসকের নাম্বার স্পুফিং করে চাঁদা দাবির ঘটনা ঘটলো।

শেয়ার করুন